দেশে দাবানলের মুখে ২২% বনাঞ্চল
সংযোগ প্রতিবেদনঃ প্রতি ৫ বর্গ কিলোমিটার বনাঞ্চলের অন্তত ১ কিলোমিটার পুড়ে যেতে পারে দাবানলে। এমন বিপদের আভাস দিয়েছে 'বন সমীক্ষা, ২০২১'-র রিপোর্ট।
রিপোর্টে জানানো হয়েছে, ভারতে বনাঞ্চলের ২২.২৭% দাবানলপ্রবণ। ইউরোপ এবং আমেরিকায় দাবানল দেশে দেশে ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিবেশবিদরা দায়ী করছেন বিশ্ব উষ্ণায়নকে।
রিপোর্টে প্রকাশিত তথ্য উদ্বেগ বাড়িয়েছে পার্বত্য জেলাগুলির বনায়ন নিয়েও। বলা হয়েছে, দেশের ১৪০টি পার্বত্য জেলায় বনাঞ্চল ০.৩২% কমে গিয়েছে। সেক্ষেত্রে ভূমিধসে বিপর্যয় আরও বাড়তে পারে।
রিপোর্ট জানাচ্ছে যে আদিবাসী মানুষের বাস বেশি এমন জেলাগুলিতে গভীর অরণ্য কমছে। গভীর অরণ্যঅঞ্চল হ্রাস পেয়েছে ৬৫৫ বর্গ কিলোমিটার। তবে বসতি লাগোয়া অঞ্চলে সবুজ বেড়েছে প্রায় ৬০০ বর্গ কিলোমিটার। এই জেলাগুলিতে সবুজের আস্তরণ ভৌগলিক এলাকার প্রায় ৩৭.৫৩%। ম্যানগ্রোভ অরণ্য ০.৩৪% বেড়েছে বলে জানাচ্ছে রিপোর্ট।
২০৩০, ২০৫০ এবং ২০৮৫ সালে কোন কোন অঞ্চলে তাপমাত্রা বাড়বে তার আভাস দেওয়া হয়েছে রিপোর্টে। পশ্চিম গোয়া, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের মতো সমুদ্রের কাছে থাকা অঞ্চলে তাপমাত্রা বাড়বে কম হারে। তুলনায় বৃদ্ধির হার বেশি হবে লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখন্ডের মতো ঠাণ্ডা এলাকায়।
দেশে বনাঞ্চল এবং তার বাইরে গাছপালার আস্তরণ মিলিয়ে ভৌগলিক অঞ্চলের ২৪.৬২%। তার মধ্যে ২১.৭১% বনাঞ্চল।
মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটকের মতো রাজ্যগুলিতে সবুজের অংশ বেশি। ১৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সবুজের ভাগ ৩৩ শতাংশের বেশি।