কথায় কথায় আমরা বলতে অভ্যস্ত, এ কী আর রকেট সায়েন্স? সামান্য জিনিস বুঝতে পারছিস না।
কঠিন কিছুকে রকেট সায়েন্সের সঙ্গে তুলনা করেই থাকি আমরা। তবে রকেট সায়েন্সের গোড়ার বিষয় সত্যি খুব কঠিন না।
পদার্থ বিজ্ঞানের নবম-দশম শ্রেণিস্তরের কিছু ধারণা থেকে বোঝা যায় রকেট ওড়ে কিভাবে?