যোগাযোগঃ +৯১ ৯৯০৩৭ ৬৬৩৫৫
ই-মেইলঃ grievance@sonjog.com

পরিবেশ-বিজ্ঞান > সূচি

কয়লা না, চিনে বিদ্যুতে এগিয়ে সৌর আর বায়ু



এই প্রথম চিনে কয়লার চেয়ে বেশি শক্তি আসবে হাওয়া কল আর সৌরশক্তি থেকে। দেশের শক্তি পর্ষদ জানাচ্ছে যে বিদ্যুতের গ্রিডে মোটের ৪০% জোগাবে সবুজ ক্ষেত্র। কয়লা থেকে নেওয়া হবে ৭০%।

চিনের বিদ্যুৎ পর্ষদ বার্ষিক রিপোর্ট জানাচ্ছে ২০২৪'র শেযে বায়ু এবং সৌরবিদ্যুৎ থেকে মিলবে ৪০% জোগান। কয়লা পুড়িয়ে আসবে ৩৭%।


বিশ্ব উষ্ণায়নঃ হিমবাহ গলে হিমালয়েই বিপদের মুখে ২০০ কোটি



হিমালয়ের হিমবাহ ৭৫ শতাংশ গলে যাবে ২১০০ সালের মধ্যে। হিন্দুকুশ হিমালয়ে বিপুল বরফ গলে বন্যা, জল সংকট তো হবেই। পরিবেশবিদরা বলছেন উদ্বাস্ত হবেন প্রায় ২০০ কোটি মানুষ। 'কাঠমান্ডু সেন্টার ফর ইন্টিগ্রেটিং মাউন্টেন ডেভেলপমেন্ট' তাদের সমীক্ষায় এই তথ্য দিয়েছে।

সিকিমে হিমবাহ দ্রুত গলে যাওয়ার প্রবণতা সাম্প্রতিক হড়পা বান ডেকে এনেছে।


অস্ট্রিয়ান আল্পসের হিমবাহের আয়ু শেষ ২০৫০-এ



কয়েক বছরে শুকিয়ে যাবে অস্ট্রিয়ার জ্যামটালফেরনার হিমবাহ। জলবায়ু পরিবর্তনে গুরুতর প্রভাব পড়ছে এই হিমবাহের উপর। হিমবাহ বিশারদ বা গ্লেসিওলজিস্ট আন্দ্রেয়া ফিচার অস্ট্রিয়ার 'আকাদেমি অফ সায়েন্সেস'-এর বিজ্ঞানী।

তাঁর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল আধুনিক প্রযুক্তি দিয়ে বরফ মাপার কাজ চালাচ্ছে। অতীতের বিভিন্ন তথ্য তুলনায় এনে জলবায়ু পরিবর্তনের প্রভাব বোঝার চেষ্টা করছে।


চন্দ্রযান-৩



শুভঙ্কর গাঙ্গুলি


কথায় কথায় আমরা বলতে অভ্যস্ত, এ কী আর রকেট সায়েন্স? সামান্য জিনিস বুঝতে পারছিস না।

কঠিন কিছুকে রকেট সায়েন্সের সঙ্গে তুলনা করেই থাকি আমরা। তবে রকেট সায়েন্সের গোড়ার বিষয় সত্যি খুব কঠিন না।

পদার্থ বিজ্ঞানের নবম-দশম শ্রেণিস্তরের কিছু ধারণা থেকে বোঝা যায় রকেট ওড়ে কিভাবে?


অস্থির পৃথিবীতে কেন ভূমিকম্প



শুভঙ্কর গাঙ্গুলি


ভয়ংকর ভূমিকম্প ধ্বংস করে দিয়েছে টার্কি সিরিয়া সংলগ্ন এক বিশাল এলাকা। ৩৫,০০০ মানুষ-এর মৃত্যু। হতাহতের সংখ্যা গুণে শেষ হচ্ছে না। পৃথিবীর বহু দেশ উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছে।

কিন্তু টিভির পর্দায় দেখা একটা দৃশ্য ভুলতে পারছি না। চার কি তিন বছরের দিদি ১০ মাসের বোনের কান্না থামাতে নিজের স্তন দান করছে বোনকে। দুটি শিশুই আজ অনাথ। অসহায়। মা-বাবা হারানো। কী ভবিষ্যৎ ওদের?


উন্মুক্ত মহাকাশ



অগ্নিভ দাস
(Co-founder, Space-e-fic)


আপনার প্রিয় দোকান থেকে পিৎজা অর্ডার দেওয়ার আধঘন্টার মধ্যে সেই পিৎজা আপনার বাড়ি পৌঁছে যাওয়া বা অনলাইনে ক্যাব বুক করে নিৰ্দিষ্ট সময়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া এখন আমাদের প্রতিদিনের জীবনের অঙ্গ।

একবিংশ শতাব্দীর এইসব প্রযুক্তি সম্ভবপর হয়েছে মহাশূন্যে থাকা স্যাটেলাইটের জন্য। যারা প্রতিনিয়ত প্রদক্ষিণ করে চলেছে আমাদের এই পৃথিবীকে।


দেশে দাবানলের মুখে ২২% বনাঞ্চল



প্রতি ৫ বর্গ কিলোমিটার বনাঞ্চলের অন্তত ১ কিলোমিটার পুড়ে যেতে পারে দাবানলে। এমন বিপদের আভাস দিয়েছে 'বন সমীক্ষা, ২০২১'-র রিপোর্ট।

রিপোর্টে জানানো হয়েছে, ভারতে বনাঞ্চলের ২২.২৭% দাবানলপ্রবণ। ইউরোপ এবং আমেরিকায় দাবানল দেশে দেশে ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিবেশবিদরা দায়ী করছেন বিশ্ব উষ্ণায়নকে।


হাইড্রোজেন যখন 'সবুজ'



হাইড্রোজেন কি রং পাল্টায় হাইড্রোজেন কি ধূসর হয়, নীল হয় আবার সবুজও হয়?

আমাদের সবসময় প্রয়োজন জলের পরমাণুতেই থাকে হাইড্রোজেন। আমরা সকলেই জানি আসলে হাইড্রোজেন সবুজ কিনা তা নিয়ে আলোচনার কেন্দ্রে বিকল্প শক্তির খোঁজ।


রূপমারির নোনা মাটিতে ফিরছে দেশি ধান
উদ্যোগ বিজ্ঞান মঞ্চের



"এখানে জলের খুব সমস্যা। নলগুলো খারাপ, জল আসেনা। মাঝেমধ্যেই খাওয়ার জন্য জল কিনতে হয়।"

টিউবওয়েলের জল পাওয়া যায় না?

হাসনাবাদ স্টেশনের এক কোণে চায়ের দোকান থেকে জবাব এলো, "পাওয়া কেন যাবে না! তবে সে জল খেতে পারবেন না, জল নোনা।"