একজন শিলিগুড়ির বাবলি খাতুন, আরেকজন দক্ষিণ চব্বিশ পরগনায় মহেশতলার ১৬ বিঘা বস্তির মাসুদুর রহমান লস্কর। 'পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি'র সংগঠক দু'জনেই। লড়ছেন বস্তি উচ্ছেদের বিরুদ্ধে। প্রবল শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে যুঝতে হচ্ছে প্রতিদিন। দু'জনেরই অভিযোগের কেন্দ্রে রাজ্যের সরকারে আসীন তৃণমূল কংগ্রেস। ১৬ বিঘায় শিশুদের স্কুলে ভর্তি আটকে রাখার অভিযোগ উঠেছে।
"মুনাফার তাড়নায় বসবাসের অযোগ্য হচ্ছে শহর" সাক্ষাৎকারঃ টিকেন্দর সিং পানোয়ার
তারিখঃ **/**/****
সিমলা পৌরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র টিকেন্দর সিং পানোয়ার কলকাতায় এসেছিলেন 'পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি'র রাজ্য সম্মেলনে অংশ নিতে। শহরে সকলের অধিকারের পক্ষে আন্দোলনের জাতীয় স্তরের সংগঠক তিনি। সেই ফাঁকে তাঁর সাক্ষাৎকার নিয়েছে 'সংযোগ ডট কম'।